সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় গাইবান্ধার সাঘাটায় তিন শতাধিক মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম শাহনেওয়াজ মন্ডল বাবলুর পরিবারের পৃষ্ঠ পোষকতায় শনিবার (৬ ডিসেম্বর) সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও ডাকসুর সাবেক এজিএস মো. সফিকুল ইসলাম টিপু। এ ছাড়া বক্তব্য বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ন-আহবায়ক মইন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মন্ডল, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, ইদ্রিস আলী ঠান্ডা, জসিউল করিম পলাশ, নজরুল ইসলাম বাবু, আহম্মেদ কবির শাহিন, মোস্তাফিজুর রহমান বাদল, আ স ম রোকনুজ্জামান রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, মাজেদ মন্ডল রাঙ্গা, আনিছুর রহমান আনিছ, জাহাঙ্গীর কবির জুয়েল, মিজানুর রহমান মৃদুল, সাইফুল ইসলাম সাহিদ ইকবাল প্রমুখ।