হোম > সারা দেশ > ঢাকা

ভোট চুরি করতে আসলে হাত নিয়ে যেন ফিরে যেতে না পারে: এটিএম আজহার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আপনারা প্রত্যেকটি ভোটকেন্দ্রে পাহারা দেবেন। ভোট চুরি-ডাকাতির জন্য নয়, যারা ভোট ছিনতাই করতে আসবে তারাও দুহাত নিয়ে আসবে, আপনারো দুই হাত আছে। তারা যেন ভোট চুরি করে দুই হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে।

তিনি বলেন, ‘আমরা জীবন বাজি রেখে এ পর্যন্ত এসেছি। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আর সেই লক্ষ্যে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামায়াতে ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

এর আগে সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তিনি বলেন, দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে আমরা তাদের প্রতিহত করবো।

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আমরা অমুসলিমদের মুসলমান বানাবো। আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরাই মন্দির পাহারা দিয়েছে।

তিনি বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতিমুক্ত করবে। এ দেশ গরিব নয়, সম্পদশালী দেশ। দেশে চরিত্রবান নেতার অভাব রয়েছে, যার কারণে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।

এ সময় জামায়াত নেতা আরও বলেন, বাংলাদেশে সম্পদের ঘাটতি নেই। এই অর্থ যদি দেশেই ব্যবহার হতো, তবে বাংলাদেশ কয়েকটি সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারতো।

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসেন সহ জামায়াতে ইসলাম এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জামায়াতই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ

হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে

কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

মদন প্রেসক্লাবে আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাউনিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল

সৎ পিতার শাস্তির দাবি

ডিলারদের কৃত্রিম সার সংকটে দিশেহারা তারাগঞ্জের আলুচাষীরা

বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন