বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। এছাড়া শিবপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ১২০ জন হাফেজ কোরআন খতম করেন।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় গাইবান্ধার সাঘাটায় তিন শতাধিক হাফেজ ও মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও ডাকসুর সাবেক এজিএস মো. সফিকুল ইসলাম টিপু। এতে অংশ নেন- সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মইন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মন্ডল, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, ইদ্রিস আলী ঠান্ডা, জসিউল করিম পলাশ, নজরুল ইসলাম বাবু, আহম্মেদ কবির শাহিন, মোস্তাফিজুর রহমান বাদল, আ স ম রোকনুজ্জামান রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, মাজেদ মন্ডল রাঙ্গা, আনিছুর রহমান আনিছ, জাহাঙ্গীর কবির জুয়েল, মিজানুর রহমান মৃদুল ও সাইফুল ইসলাম সাহিদ ইকবাল।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর ব্যবস্থাপনায় কোরআন খতম এবং মোনাজাত হয়েছে। গতকাল শনিবার বিকালে শিবপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ১২০ জন হাফেজ এই কোরআন খতম করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাহবুব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, উপজেলা জাসাসের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব মাহবুব খান প্রমুখ।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং মহিলা সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল এবং মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। তুহিনা আক্তার শিউলি, আব্দুল গফুর, আব্দুল মান্নান, মঞ্জুরুল ইসলাম মুসা, অধ্যাপক রকিবুল ইসলাম লিটন, ইউসুফ হাসান অভি, জিয়াউর রহমান জিয়া, হাফিজুর রহমান সাকু, কামরুন্নাহার বেগম, জাহিদুল ইসলাম জাহিদ ও রাকিবুল ইসলাম বকুল। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মোতালেব সেলিম।
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি জানান, মতলব উত্তরের ছোট হলদিয়া গ্ৰামে শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন আমির হোসেন আমু, আবুল কালাম খান, তারেক সরকার, শাহ ইমরান প্রমুখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ ওয়াসিম আহমেদ।
চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাবনার চাটমোহরে মন্দিরভিত্তিক শিক্ষালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে। শুক্রবার হরিসভা মন্দিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আটটি মন্দিরে বিশেষ প্রার্থনা পরিচালনা করা হয়। প্রার্থনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় অশোক চক্রবর্তী, প্রবীর দত্ত চৈতন্য, রিন্টু কুন্ডুসহ স্কুলের শিক্ষার্থীরা প্রার্থনায় অংশ নেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, আড়াইহাজারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শনিবার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ডা. মনির হোসেনের সভাপতিত্বে ও ওসমান গনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম আজাদ। উদ্বোধন করেন রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা ছিলেন সাদেকুর রহমান সাদেক। বিশেষ বক্তা ছিলেন আজহারুল ইসলাম লাভলু।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির উদ্যোগে শ্রীকোলা বাজারের বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেলাল হোসেনের সভাপতিত্বে ও আজমল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। উপস্থিত ছিলেন হেলাল সরকার, আজিজুর রহমান মানু, মিজানুর রহমান বাবু, শফিকুল ইসলাম, মকুল হোসেন, আশরাফুল ইসলাম মিন্টু, খাজা মঈন উদ্দিন, জিয়াউর রহমান জিয়া, বেলাল হোসেন, রিফাত হোসেন, এরশাদ বিন মজিদ, আবু হাসান অভি, ফিরোজ মাহমুদ খোকন ও নুর ইসলাম মুক্তা, রইচ উদ্দিন হিরা, সাখোয়াত হোসেন সাবু, গোলাম কিবরিয়া, আলহাজ আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক ও আনিছুর রহমান লিটন।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর ইউনিয়নের সাহারপাড় দারুল হিকমাহ মহিলা মাদরাসা মাঠ প্রাঙ্গণে গতকাল শনিবার দুপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। নাজমুল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তকদীর হোসেন মোহাম্মদ জসীম, সায়েদুল হক সাঈদ, সালাহ্ উদ্দিন ভূঁইয়া শিশির, কাজী নাজমুল হোসেন তাপস, কেএম মামুন অর রশিদ ও রাজিব আহসান চৌধুরী পাপ্পুস। দোয়া মোনাজাত করেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় গাইবান্ধার সাঘাটায় ৩ শতাধিক মাদরাসাছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। মরহুম শাহনেওয়াজ মণ্ডল বাবলুর পরিবারের আয়োজনে গতকাল শনিবার সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মো. সফিকুল ইসলাম টিপু। বক্তব্য দেন মোহাম্মদ আলী, মইন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মণ্ডল, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, ইদ্রিস আলী ঠান্ডা, জসিম করিম পলাশ, নজরুল ইসলাম বাবু, আহম্মেদ কবির শাহিন, বাদল, আ স ম রোকনুজ্জামান রিপন, জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, আনিসুর রহমান আনিছ, জাহাঙ্গীর কবির জুয়েল, মিজানুর রহমান মৃদুল প্রমুখ।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকার পাড়াগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যার পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপির। এপিপি মাজেদুল করিম সজলের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন হাজি শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, রুহুল আমীন, খালেদা নার্গিস, আব্দুর রব, আবু সায়িদ জুয়েল, সৌমিক হাসান সোহাগ পর উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঠালিয়ায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া এবং মোনাজাত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম জামাল। এ সময় উপস্থিত ছিলেন জালালুর রহমান আকন, আখতার হোসেন নিজাম মিরবহর, জয়নাল আবেদীন, কিশোর মাহমুদ, হাসিব ভুট্টো, আশিকুর রহমান, নুরুজ্জামান বাদল ও মারুফ।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের উদ্যোগে পুঠিয়া নির্বাচনি কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুঠিয়ার ২৫টি মাদরাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশ নেন। তারা সম্মিলিতভাবে ১০০ বার কোরআন খতম করেন। পরে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ শরিক হন।
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের সিংগাইরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বাদ জোহর ধল্লা ইউনিয়নের শায়েখ আহমদ শফি (রহ.) মাদরাসা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যে এ আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের শাহাকুল ইসলাম সবুজ, ধল্লা ইউনিয়ন বিএনপির আব্দুল আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের এম আহমাদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন জায়গীর দরবার শরীফের পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ। দোয়া শেষে মাদরাসার শিক্ষার্থী, হতদরিদ্র ও স্থানীয় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ত্রিশালে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির রামপুর দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, আতাউর রহমান শামীম, আনিসুজ্জামান মৃধা আব্দুল মতিন, আব্দুল আউয়াল ফরাজী, মোশাররফ হোসোইন মিলন প্রমুখ।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজকোর্টের পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম খান, উপজেলা বিএনপি নেতা শাহাজান আলী, উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুস সালাম ফারুকী, ড্যাব নেতা ডাক্তার আব্দুল হান্নান, আব্দুস সালাম, আতিয়ার রহমান, এস আলম হুসাইন সোহাগ’সহ বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়ায় বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার সন্ধ্যায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলী আজগর রিপন মল্লিক, সভাপতি, টংগিবাড়ী উপজেলা বিএনপি। মাহফিলের সভাপতিত্ব করেন মো. শহিদুল সিকদার।