হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়িতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্রদল নেতা আলাউদ্দিন পাটোয়ারীকে (২৮) গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম।

সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন পাটোয়ারী শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে এবং রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ‘মেড ইন জার্মানি’ লেখা ৬-শর্টের বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। শুনেছি তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে। তদন্ত করে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুদুর রহমান বলেন, গ্রেপ্তার আলাউদ্দিন পাটোয়ারীকে সকালে সেনাবাহিনীর সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। এরপর গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বেহেশতে নেয়ার মালিক জামায়াত না: খায়ের ভূঁইয়া

উজিরপুরে ইসলামী আন্দোলন প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিলেটে জামায়াত নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

রাজশাহীতে হুমকি-হেনস্তা, এনসিপির কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন: সৈয়দ ফয়সল

নাগেশ্বরীতে ইসলামি সমমনা জোটের বিক্ষোভ

জামায়াত প্রার্থী হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

পুশ-ইনের শিকার ভারতীয় নারী সোনালি খাতুনসহ ৬ জনের জামিন

ডিসি সালাহউদ্দীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আমরা ৮ দলের বিজয় চাইনা, ১৮ কোটি মানুষের বিজয় চাই