ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীর পলাশের ঘোড়াশালের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ আশরাফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সকালে নরসিংদী সদর, মাধবদী ও বিকালে পলাশ উপজেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল খাদ্য গুদাম, ডেইরি ফার্ম, কলেজ মাঠের ফাটল ও ঘোড়াশাল রেল ব্রিজসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলম সরকার ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে-আলম রনি উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সৈয়দ আশরাফ হোসেন বলেন, সকাল থেকেই নরসিংদী সদর, মাধবদী ও পলাশ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান গুলো পরিদর্শন করেছি। আমাদের দেখায় ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পলাশ উপজেলায়। এখানে সরকারি-বেসরকারি অনেক গুলো স্থাপনায় ফাটল দেখা গেছে। আমরা এ গুলোর একটি রিপোর্ট তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিবো।