হোম > সারা দেশ > ঢাকা

যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে

কেরানীগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গয়েশ্বর বলেন, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বন্ধ করতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক হাতিয়ার নয়। যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। জনগণ এখন সচেতন এবং কেউ ধর্ম বা চেতনার নামে বিভ্রান্তি ছড়াতে পারবে না।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ভুলে যায়নি। যারা ধর্মের অপব্যবহার করে ভোটের মাঠে বিভাজন সৃষ্টি করতে চায়, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। তিনি নাগরিকদের আহ্বান জানান, সকল ষড়যন্ত্র মোকাবেলায় একত্রিত হয়ে কাজ করতে হবে এবং সেই শক্তির মাধ্যমে দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে নাগরিকদের ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার শুধু গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার পথ সুগম করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ যদি সক্রিয়ভাবে ভোটাধিকার ব্যবহার করে, তবে দেশের উন্নয়ন নিশ্চিত হবে এবং দেশের সঠিক পথে অগ্রগতি সম্ভব।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত থাকলেও কোনো ধরনের বাধা আসন্ন নির্বাচনে কার্যকর হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করবে।

চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

সিলেট বিভাগে নারীসহ ৪ নতুন পুলিশ সুপার নিয়োগ

রংপুর বিভাগের নতুন পুলিশ সুপার যারা

বরিশালে ৬ জেলায় নতুন পুলিশ সুপার হলেন যারা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে হালুয়া ঘাটে দোয়া মাহফিল

প্রথম বারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

আ.লীগের সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে সমন জারি

উজিরপুর-বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরি সিলগালা

বিএনপি নেতা হাবিবুর রহমানকে জামায়াত নেতার চ্যালেঞ্জ