হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার সুস্থতার জন্য দুই হাজার মানুষকে খাওয়ালেন বিএনপি নেতা

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। এ সময় তিনি দুই হাজার মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

বুধবার ডিসেম্বর বুধবার দুপুরে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন সোন্দ্রম এলাকায় দুই হাজার মহিলা নিয়ে দোয়ার আয়োজন করেন কুমিল্লা-৫ এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান।

দোয়া মাহফিলে মহিলা বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি আওয়ামী লীগের সাথে কোনো আপস করেন নাই। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সারা দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছে। দেশের প্রয়োজনে তাঁর সুস্থ হওয়া খুবই প্রয়োজন।

এ সময় দোয়া পরিচালনা করেন ক্বারী নাসরিন আক্তার। তিনি বলেন, ১৮ কোটি মানুষের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। “হে আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সারাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য কান্না করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন।”

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান জানান, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে তিনি অসুস্থ হয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। তাঁর সুস্থতার জন্য আমি সকলের কাছে দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সালাউদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে

কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

ভোট চুরি করতে আসলে হাত নিয়ে যেন ফিরে যেতে না পারে: এটিএম আজহার

সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

মদন প্রেসক্লাবে আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাউনিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল

সৎ পিতার শাস্তির দাবি

ডিলারদের কৃত্রিম সার সংকটে দিশেহারা তারাগঞ্জের আলুচাষীরা

বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল