হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমন্বয়কের বিরুদ্ধে বক্তব‌্য দেয়া যুবককে ছু‌রিকাঘা‌তে হত্যা, আটক ১

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

কক্সবাজারের কুতুব‌দিয়ায় পূর্ববি‌রোধের জেরে এক যুবক‌কে ছু‌রিকাঘা‌তে হত‌্যা ক‌রে‌ছে সন্ত্রাসীরা। এঘটনায় আখতার নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৬ অ‌ক্টোবর) দুপু‌রে কৈয়া‌বিল সেন্টার নামক ব‌্রী‌জের পা‌শে এই ঘটনা ঘ‌টে‌ছে। নিহত মোস্তফা বা‌প্পি (২৭) খা‌লের পা‌শে ম‌তিরবা‌পের পাড়ার কাইমুল হুদার ছে‌লে। আটক আখতারের বিষয়ে বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত‌্যক্ষদর্শীরা জান‌ায়, রোববার দুপুর ১টার দি‌কে মোস্তফা বা‌প্পি ব্রী‌জের পা‌শে গা‌ছের ছায়ায় ব‌সে‌ছিলেন। অত‌র্কিতভা‌বে ৫/৬ জন যুবক ছু‌রি দি‌য়ে বা‌প্পি‌কে আঘাত ক‌রতে থা‌কে। এ সময় বা‌প্পি দৌ‌ড়ে পা‌শের মা‌র্কে‌টে আশ্রয় নি‌তে গি‌য়ে লু‌টি‌য়ে প‌ড়েন। আশপাশের ব‌্যবসা‌য়িরা দৌড়ে এসে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ব‌লে জানান।

হাসপাতা‌লে নি‌য়ে আসা মামুন জানান, বেশ কিছু ধ‌রে ব্রিজের পা‌শে মাছ ধর‌তে জাল বসা‌নো নি‌য়ে স্থানীয় একজন সমন্বয়‌কের সা‌থে বি‌রোধ ছিল। বি‌রো‌ধের‌ বিষ‌য়ে বা‌প্পি সাংবা‌দিক‌দের বক্তব‌্য দেয়ায় গত সে‌প্টেম্বর মা‌সের শেষ‌দি‌কে ব্রিজের পা‌শেই ক‌তিপয় সন্ত্রাসী তার ওপর হামলা ক‌রে। এ ঘটনায় ওইসমন্বয়কসহ বেশ ক‌য়েকজন‌কে আসামি ক‌রে থানায় মামলা ক‌রেন বা‌প্পি।

গত দু’সপ্তাহ আগেও ব্রিজে একা‌ধিক বখা‌টের গাঁজা সেব‌নের সময় অজ্ঞাত ব্যক্তিরা হামলা ক‌রে বখা‌টে‌দের ওপর। এ ঘটনায় থানায় মামলাও হয়।

থানার অফিসার ইনচার্জ মো. আরমান হো‌সেন ব‌লেন, পুর্ব শত্রুতার জে‌রে এই হত‌্যাকাণ্ড ঘট‌তে পা‌রে। ঘটনাস্থল পরিদর্শন শে‌ষে লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। নিহ‌তের প‌রিবার মামলা দি‌লে প্রয়োজনীয় ব‌্যবস্থা নে‌বেন ব‌লেও জানান তি‌নি।

রাজনৈতিক এলিটদের মাধ্যমে স্বৈরাচারের দোসররা ভারতে পালিয়েছে

কলা ঘুষ নেওয়ায় কর্মকর্তাকে বদলি

মিয়ানমার থেকে ফের গুলি এসে পড়লো টেকনাফে বসতঘরে

চিহ্নিত আ.লীগ নেতাদের বিএনপিতে পদ দেয়ার প্রতিবাদে মশাল মিছিল

নেই দাদা-দাদীও, কালামের দুই সন্তানকে দেখবে কে?

জুলাইযোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

শাপলা কিভাবে আদায় করতে হয় এনসিপি জানে: সারজিস

মসজিদে আমির হামজাকে ‘রাজনৈতিক বক্তব্য’ দিতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

সাজিদ হত্যার তদন্তে আরো সময় চেয়েছে সিআইডি

বিএনপির অ্যাড. সাখাওয়াতের নির্দেশে আদালত প্রাঙ্গণে জাতীয় বক্সিং প্লেয়ারকে হামলা