ফরিদপুরে স্ত্রী সাজিয়া আফরিন রোদেলা (২০) হত্যা মামলায় স্বামী সোহানুর রহমানের (৩৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।
রায়ে মামলার প্রধান আসামি স্বামী সোহানকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিদেশে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন বিচারক। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য সাতজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
রোদেলা ফরিদপুর আদরের আলিপুর খাঁপাড়া মহল্লার শওকত হোসেন খান ও রুমানা খান দম্পতির মেয়ে।
উল্লেখ্য: ২০১৭ সালের ১১ জানুয়ারি একই শহরের গোয়ালচামট নতুন বাজার মহল্লার মোমিনুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমান সোহানের সঙ্গে রোদেলার বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর ২৭ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে রোদেলার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ ফেব্রুয়ারি ময়নাতদন্ত শেষে রোদেলাকে দাফন করা হয়।
১ মার্চ রোদেলার মা রুমানা বেগম বাদী হয়ে স্বামী সোহান, শ্বশুর-শাশুড়ি, ননদ-ভাশুর, ভাশুরের স্ত্রীসহ আটজনের নামে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রতন বলেন, আদালতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে স্বামী সোহান দোষী সাব্যস্ত হয়েছে। আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ায় আমরা এই রায়ে সন্তুষ্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহান স্ত্রী রোদেলাকে হত্যার পরপরই বিদেশে পালিয়ে যায় বলে জেনেছি। বর্তমানে তিনি সুইডেনে আছেন। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।