রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে দুদকের প্রধান গেটের ঠিক বিপরীত পাশে ককটেলটির বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রমনা থানার এসআই আব্দুল কাদির জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।