হোম > সারা দেশ

ছয় মাসে নির্যাতনে নিহত শিশুর সংখ্যা ১৯৩৩ জন

শিশু কল্যাণ পরিষদের তথ্য

স্টাফ রিপোর্টার

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নির্যাতন। চলতি বছরের প্রথম ছয় মাস পর্যন্ত নির্যাতনে নিহত হয় এক হাজার ৯৩৩ শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার দুই হাজার ৭৪৪ জন এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় দুই হাজার ১৫৯ জন।

‘বাংলাদেশে শিশু নির্যাতন : একটি সাম্প্রতিক পর্যালোচনা’ বিষয়ক সভায় এসব তথ্য উঠে এসেছে। দেশের পাঁচটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এ গবেষণা প্রতিবেদন তৈরি করে।

শিশু কল্যাণ পরিষদের পক্ষ থেকে আরো জানানো হয়, বর্তমানে প্রায় এক লাখ ৫১ হাজার শিশু নির্যাতনসংক্রান্ত মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডে পরিষদের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ড. হামিদুল হক। তিনি জানান, শিশু নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজ- উভয় পরিসরে ঘটছে। বিশেষ করে জেলা শহরগুলোয় সচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি ও স্কুলভিত্তিক কার্যক্রম জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও শিশু আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন- ফোরামের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম, যুগ্ম সম্পাদক নাসের ইকবাল জাদু, নির্বাহী সদস্য ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন ও পরিচালক খন্দকার রিয়াজ হোসেন।

বক্তারা শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। সেই সঙ্গে একটি শিশুবান্ধব সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

গাজীপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে ১২ জন আহত, ১৫ মোটরসাইকেলে আগুন

জাসদ নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্য সচিবের পদত্যাগ

লালনভক্ত আ.লীগ-বিএনপির ১০২ কর্মী ও সমর্থকের জামায়াতে যোগদান

ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহে ১৩১ শতক জমি দখলমুক্ত করলো সওজ

হোটেল প্যারাডাইস থেকে যুবকের লাশ উদ্ধার

ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউজে যাওয়ার পথে চায়ের গাড়িকে ভূতে ধরে, হাওয়া হয়ে যায়

ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেবের ষড়যন্ত্র ফাঁস

শিক্ষকতার আড়ালে ছাত্রলীগ পুষছেন বেলাল মজুমদার

চরফ্যাশনে প্রধান শিক্ষকের রমরমা নিয়োগ-বাণিজ্য