বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে, জনগণকে সাথে নিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা আমরা রুখে দেব। গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, এই গণতন্ত্রকে আবার বন্দি হতে দেয়া যাবে না।
মঙ্গলবার সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে দিরাই থানা পয়েন্টে জনসভাটি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসভা স্থলটি নির্ধারিত সময়ের আগেই মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে উঠে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা আগামীর বাংলাদেশের রোডম্যাপ।
এই দফাগুলোর প্রতিটি পয়েন্ট জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতি পুনর্জাগরণের মূলমন্ত্র। এই দফা গুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।
নাছির উদ্দিন চৌধুরী আরও বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, জনগণকে সাথে নিয়ে এই অপশক্তিকে আমরা রুখে দেব।
তিনি বলেন, আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফুটাতে চাই। শেষবারের মতো আপনাদের সামনে এসেছি, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের আপষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। নেত্রী আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আশোক দাস, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজকের এই জনসভা থেকে আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই, দিরাই-শাল্লা তথা সুনামগঞ্জ-২ আসনে নাছির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় হবে।