হোম > সারা দেশ > বরিশাল

জামায়াত ভোটে জিতলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবে

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী নেতা মাসুদ সাঈদী বলেছেন, নির্বাচিত হলে তিনি বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহিতামূলক সরকার, ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ ব্যবস্থা।

সোমবার বিকেলে উপজেলার চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন চন্ডিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা ছারোয়ার হোসেন মোল্লা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে আছে। শত্রুরা বার বার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। জুলাই মাসের পরিবর্তনের পর সকল দল দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে দেশ এগোতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছু বন্ধু যারা একত্রে ছিল তারা আবার বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছে। যদি আমরা নিজেরা ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত হই, তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথা চাড়া দিয়ে উঠবে।

তিনি আরও বলেন, তিনি আল্লামা সাঈদীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে চান। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমিও আল্লামা সাঈদীর মত আমানতদারীর সাথে পিরোজপুরকে সাজাব,” মাসুদ সাঈদী বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ মোঃ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সাবেক আমীর মো. হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম ইউনুস আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলাম এবং স্থানীয় জামায়াত নেতারা।

মাসুদ সাঈদীর এই মন্তব্যের মাধ্যমে তিনি ভোটারদের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেছেন এবং স্থানীয় উন্নয়নের বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

হবিগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মনোনয়ন না পাওয়ায় অবরোধ, বহিষ্কার আসলাম চৌধুরীর ৪ অনুসারী

এক কোরাল ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিএনপি নেতা মনোনয়ন না পাওয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামায়াতের প্রার্থীরা

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা

শুরু হচ্ছে বহুল আলোচিত বে-টার্মিনালের নির্মাণকাজ

সীমান্তপথে আসা ভারতীয় মাদকে সয়লাব লাকসাম