ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়) আসনে মা ও ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন প্রয়াত সংসদ সদস্য (এমপি) ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. শামছ উদ্দিন আহমেদের স্ত্রী আখতার সুলতানা এবং তার পুত্র তানভীর আহমেদ রানা।
মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে সংসদীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টিকে রাজনৈতিক অঙ্গনে একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, কোনো কারণে একজনের মনোনয়ন বাতিল হয়ে গেলে যেন অপরজন হাল ধরতে পারেন, মূলত সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। শেষ পর্যন্ত দুজনেই টিকে গেলে মা ছেলেকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী—অধ্যাপক মো. জসিম উদ্দিন, আখতার সুলতানা ও তানভীর আহমেদ রানা এবং জামায়াতের প্রার্থী মু. কামরুল হাসান মিলন।