গুরুদাসপুরে মাদক সম্রাট নামে পরিচিত শহিদুল ইসলাম ভম্বু (৪৫) ও তার স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে যোগীন্দ্র-নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. দুলাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় সহযোগী রুবেল আলী (২৯)কেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়েছে। আটক ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা এবং তার স্ত্রী তানিয়ার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। রুবেল দীর্ঘদিন ধরেই তাদের এই মাদক চক্রের সহযোগী হিসেবে কাজ করছিল।
স্থানীয়রা জানান, ভম্বু পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও বিভিন্ন অপকর্মে জড়িত। মাঝে মাঝে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার অপরাধে লিপ্ত হয়। সম্প্রতি তারা প্রকাশ্যেই মাদক বিক্রি করছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ওসি দুলাল হোসেন বলেন, গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আটক কৃতদের ১ ডিসেম্বর দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।