হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার এক পাঙাশ ৭৩ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ২৭ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ৭০ হাজার ২০০ টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি কুষ্টিয়ার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে মাছটি ৭২ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।

রোববার (০২ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার দাওয়াপাড়া ঘাটের জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সোনাই হালদার বলেন, ২৭ কেজি ওজনের বড় এই পাঙাশ মাছটি আজ সকালে ধরেছি। পদ্মায় মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ে। তবে এটি এবারের সবচেয়ে বড় পাঙাশ।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার হালিম আড়তদারের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

সম্রাট শাহজাহান বলেন, আজ সকালে হালিমের আড়তে মাছটি উঠেছে। আমি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় কিনেছিলাম। পরে কুষ্টিয়ার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭২ হাজার ৯০০ টাকায় বিক্রি করি। এতে আমার প্রায় ২ হাজার ৭০০ টাকার লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় পদ্মার অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে এখন বড় বড় পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়ছে। নদীতে যদি স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।

তিনি আরও জানান, বড় মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে যুবক নিহত

বেরোবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

লৌহজংয়ে বেতন পাচ্ছেন না দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

ভবানীপুর রেলপথের শতকোটি টাকার সম্পদ ধ্বংস হচ্ছে

চিকিৎসক ও জনবল সংকটে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা

খালের পর রাস্তাও দখল আ.লীগ নেতা ফরিদের

হকারদের দখলে ফুটপাত তীব্র যানজটে ভোগান্তি

দিনমজুরের নামে ২৭ কোটি টাকার ঋণ নিয়ে রহস্য

৮০০ কোটি টাকা লোকসানের শঙ্কায় কৃষক ও ব্যবসায়ীরা

খুলনায় বিএনপি অফিসে হামলা-গুলি, স্কুল শিক্ষক নিহত