হোম > সারা দেশ > রংপুর

ইচ্ছে করেই ফুটবল নিয়ে স্লেজিং করেছি: আসিফ আকবর

রংপুর অফিস

ফুটবল নিয়ে ইচ্ছে করেই স্লেজিং করেছিলাম। ভেবেছিলাম এটা নিয়ে ফুটবলারদের মধ্যে কঠোর প্রতিবাদ হবে। কিন্তু উল্টোটা ঘটেছে। অফিসিয়ালি প্রতিবাদ হয়েছে। আমিও এ বিষয়ে ক্ষমা চেয়েছে। ক্রিকেটার হিসেবে ফুটবল নিয়ে স্লেজিং করেছিলাম মাত্র। অন্য কোন উদ্দেশ্য থেকে নয় বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ আকবর বলেন, বিসিবি সভাপতির লক্ষ হলো ক্রিকেট শুধু ঢাকায় নয়, সারাদেশে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্টেডিয়াম পরিদর্শন ও ক্রিকেটের কি অবস্থা সেই বিষয়গুলোর খোঁজখবর নিচ্ছি। আগামী দিনে যাতে শিশুরা ফিট থেকে বেড়ে উঠতে পারে এবং খেলায় মনোনিবেশ করতে পারে এজন্য বয়সভিত্তিক খেলা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এজন্য একাডেমির চিন্তা করা হচ্ছে। এসময় তিনি নারীদের স্বতন্ত্র বিকেএসপির কথাও বলেন।

তিনি বলেন, আমি এখন স্টেজে গান করি কম। ব্যস্ততাকে সামনে আনতে চাই না। আমার ধ্যান জ্ঞান এখন ক্রিকেট এবং বাচ্চাদের ক্রিকেট। বাচ্চাদের কিভাবে মাঠে নিয়ে আসা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

বিসিবির এই পরিচালক বলেন, বোলিং মেশিন, নারীদের ড্রেসিংরুম, অনুশীলন মাঠসহ রংপুরের সমস্যার কথা শুনলাম। অবশ্যই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার আর ৪ মাস ক্ষমতায় আছে। তাই বেশি বাজেটের কাজ করা সম্ভব হবে না সরকারের পক্ষ থেকে। সেগুলো সমাধান করা যায়, সেগুলো ঢাকায় গিয়েই সমাধান করা হবে। তবে সর্বপরি নির্বাচিত সরকার আসলে অনেক কিছুই করা সম্ভব হবে।

রংপুরের মানুষ আর কথা শুনতে চায় না, বাস্তবায়ন দেখতে চায় এই প্রসঙ্গে আসিফ আকবর বলেন, হাংকি পাংকি নয়। আমি কোন পলিটিশিয়ানের মতো কথা বলতে চাই না। আমি যা বলি তাই করার চেষ্টা করি। তাছাড়া ফাইল জটিলতা ও আমলা জটিলতা বুঝি না। আমি ফাইলের কাজ নিজেই করতে পছন্দ করি। প্রতিটি অঞ্চলের জন্য বরাদ্দের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে খেলাধুলার জন্য একটি ইয়ার ক্যালেন্ডার করার পরিকল্পনা চলছে। তাহলে কোন খেলায় কত বাজেট এবং কখন হবে, সেগুলো ওপেন থাকবে।

ইনজুর খেলোয়াড়দের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, রংপুরে বিসিবির আঞ্চলিক অফিস হচ্ছে। এখন থেকে ইনজুর খেলোয়াড়দের তথ্য পেলে আমরা তার চিকিৎসার দায়িত্ব নিতে পারবো। তবে খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি বিসিবিকে জানাতে হবে।

বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নেপথ্যে সাবের চৌধুরী

সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের মন্তব্য গুরুত্বহীন : সারজিস

টমেটোর আগাম বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সীতাকুণ্ডের প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে তারেক রহমানকে হাজারো নেতৃবৃন্দের চিঠি

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

নাছির থেকে সাজ্জাদ: জামিন আর খুনের এক ভয়ংকর চক্র

কৈলাশটিলার ১নং কূপে আবারো গ্যাস পাওয়ার সুখবর দিলো পেট্রোবাংলা

জামায়াত জনগণের কল্যাণে রাজনীতি করে: আজহারুল ইসলাম

জেলা প্রশাসকের নির্দেশে রামগতিতে ৮ অবৈধ ইটভাটা ধ্বংস