হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ২৫০ স্থাপনা দখলমুক্ত

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ২৫০ স্থাপনা দখলমুক্ত

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পরিচালিত যৌথ অভিযানে মরাগাছতলা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, বিট কর্মকর্তা ও অন্যান্য স্টাফবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে তা রোহিঙ্গাদের ভাড়া দিত এবং এর মাধ্যমে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও দখলদারদের দৌরাত্ম্য কমেনি। পুনরায় বিষয়টি নজরে আসার পর কঠোর অভিযান পরিচালনা করে প্রশাসন।

থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত বলেন, সরকারি জমি দখল করে কেউ যেন অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য করতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনের জমি, সরকারি সম্পদ—এসব দখলমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো স্থাপনাই টিকে থাকতে দেওয়া হবে না। জনগণের সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

নাছির থেকে সাজ্জাদ: জামিন আর খুনের এক ভয়ংকর চক্র

কৈলাশটিলার ১নং কূপে আবারো গ্যাস পাওয়ার সুখবর দিলো পেট্রোবাংলা

ইচ্ছে করেই ফুটবল নিয়ে স্লেজিং করেছি: আসিফ আকবর

জামায়াত জনগণের কল্যাণে রাজনীতি করে: আজহারুল ইসলাম

জেলা প্রশাসকের নির্দেশে রামগতিতে ৮ অবৈধ ইটভাটা ধ্বংস

সিলেটে মাজারের খাদেম ও বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় ৫০ গজ দূরত্বে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, নগরজুড়ে আতঙ্ক

বাঁশিতে ছয় দশক: জীবন-সংগ্রামের প্রহরী বংশীবাদক আবদুল্লাহ

কোটালীপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বৃদ্ধা আহত