হোম > সারা দেশ > বরিশাল

সমুদ্র থেকে লাফিয়ে জাহাজে উঠলো তিন মণ ইলিশ

মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া পেরিয়ে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর নামে একটি কয়লাবাহী লাইটার জাহাজের ডেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লাফাতে লাফাতে উঠে আসে প্রায় তিন মণ ইলিশ। শনিবার (২৯ নভেম্বর) ঘটনাটির ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটির দিকে এগোচ্ছিল। ঠিক সে সময়ই দুই পাশ থেকে অসংখ্য ছোট ইলিশ আতঙ্কিত হয়ে জাহাজের দিকে ছুটে আসে এবং লাফাতে লাফাতে ডেকে উঠে পড়ে। এ সময় জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন ভিডিওটি ধারণ করেন।

প্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘পুরো দৃশ্যটি যেন সিনেমার কোনো দৃশ্য। কয়েক সেকেন্ডের মধ্যে ডেক ভরে যায় রুপালি ইলিশে। তবে অনেক ইলিশ আবার সাগরে পড়ে যায়।’

বিরল এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, ‘সমুদ্রে টুনা বা ম্যাকারেলের মতো দ্রুতগতির শিকারি মাছ ছোট ইলিশের পালের পেছনে তাড়া করলে তারা আতঙ্কে আশ্রয় খুঁজতে জাহাজের দিকেই ছুটে আসে। জাহাজের গা ঘেঁষে পানির চাপ কমে গেলে মাছগুলো ওপরে ঠেলে উঠে যায়। অনেক সময় ডেকে উঠে পড়া অস্বাভাবিক নয়।’

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা অত্যন্ত বিরল হলেও বাস্তবসম্মত। শিকারি মাছের তাড়া, পরিবেশগত চাপ এবং জাহাজের কৃত্রিম আলোর সমন্বয়ে মুহূর্তের মধ্যে এমন অস্বাভাবিক আচরণ করতে পারে ছোট ইলিশ।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় জেলেদের মাঝেও কৌতূহল তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, সমুদ্রে পরিবেশগত পরিবর্তন বা তাপমাত্রার ওঠানামাও এ ধরনের আচরণে ভূমিকা রাখতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে ইতোমধ্যে আলোচনা চলছে।

খালেদা জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সেলিম, সেক্রেটারি মাহবুব

শেরপুরে ১ লাখ ৫৭ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার ৩

জামায়াত ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে

দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যের ডিজি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দোয়া

লালমনিরহাটে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

ভুল অপারেশনে মৃত্যুর অভিযোগে মামলা নিতে পুলিশের গড়িমসি

মেহেরপুরে ১০ স্বর্ণের বার উদ্ধার, ভারতীয়সহ আটক ২

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’