পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সচিব মো. ছফওয়ানুল করিম পেকুয়া সদরের সরকারীঘোনা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া সদর পূর্বজোন বিএনপির সভাপতি আবু বক্কর, যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, স্বেচ্ছাসেবক-দলের আহবায়ক আহসান উল্লাহ, ছাত্রদলের সভাপতি নাঈমুর রহমান হৃদয়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী মো. ছফওয়ানুল করিম জানান, গত শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি বসতবাড়ি পুড়ে যায়।
এর আগে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান বাহাদুর শাহ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন। আগামীকাল যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে। পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে আর্থিক সহায়তা করবে। তিনি আরো জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও গরীব হওয়ায় সকলকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।