হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘তরে যেখানেই পাব, পা কেটে ফেলব’ উপজেলা ছাত্রদল আহ্বায়কের হুমকি

নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের জের

কুমিল্লা প্রতিনিধি

বামে দিদারুল আলম ভূঁইয়া ডানে সোহেল আহমেদ। ছবি: আমার দেশ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতিকে একই ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার প্রতিবাদ করায় সোহেল আহমেদ নামে এক ছাত্রদল নেতার পা কেটে ফেলার হুমকি দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূঁইয়া।

জানা গেছে, গত ২ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়নে ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল হাসান ভূঁইয়াকে মালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র জন্য আহ্বায়ক করা হয়েছিল। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের পদ দেয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ। প্রতিবাদ জানানোর পর ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ছাত্রদল নেতা সোহেল আহমেদের পা কেটে ফেলার হুমকি দিয়েছেন । এমন একটি অডিও আসে আমার দেশের হাতে ।

অডিওতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম কে বলতে শোনা যায়, সোহেল তুই মানুষের কাছে কি বলিস, তোর পিঠের চামড়া তুলে ফেলবো । তোরে যেখানেই দেখা হবে সেখানেই তোকে পিটিয়ে চামড়া তুলে ফেলা হবে, মনে রাখিস । তুই যদি এখন আমার সামনে থাকতি, তোরে দেখাইতাম কিভাবে তোরে সাইজ করি । তোরে কুমিল্লা পাই আর ব্রাহ্মণপাড়ায় পাই, যেখানেই পাই তুই কত বড় গুণ্ডা হইছোস দেখমু । তোর একটা পা কেটে ফেলে দেব । তুই আমার সামনে পড়িস, দেখিস তোর পা কেটে ফেলে দিব হারামজাদা ।

এছাড়াও গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম এবং সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ছাত্রদল নেতা সোহেল আহমেদ দৈনিক আমার দেশকে বলেন, ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন করা হয়েছে। আমি এর প্রতিবাদ করায় উপজেলা ছাত্রদল নেতা আমার পা কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।

ছাত্রদল নেতাকে পা কেটে ফেলার হুমকি দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম দৈনিক আমার দেশকে বলেন, আমি সোহেলকে এমন কথা বলি নাই। আমি তাকে বলেছি, সংগঠনের বাইরে কোন উল্টাপাল্টা কাজ করা যাবে না। এর বাইরে আমি আর কিছু তাকে বলিনি। কি কারণে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। এ বিষয়টি আমরা বলতে পারছি না।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী দৈনিক আমার দেশকে বলেন, ছাত্রদল কর্মীকে পা কেটে ফেলার হুমকি একজন ছাত্রদল নেতা দিতে পারে না। এটা শিষ্টাচার বহির্ভূত কাজ। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে জানবো ।

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম এবং সদস্য সচিব ফয়সাল আকন্দকে কেনো শোকজ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জোবায়ের আলম জিলানী বলেন, সারা দেশে উপজেলা পর্যায়ে ইউনিয়ন কমিটি দেওয়া নিষেধ । কিন্তু দলীয় নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কমিটি দিয়েছে উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিব। এ কারণে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্র থেকে।

মধুখালীতে দুই নদীভাঙনে ভিটামাটি ছাড়া পাঁচ শতাধিক পরিবার

শীতের আগমনে বোচাগঞ্জে খেজুর রস ও খাঁটি গুড়ের নানা উৎসব

আড়াই যুগ ধরে পরিত্যক্ত অর্ধশতাধিক ভবন, অপসারণে নেই উদ্যোগ

ফসলি জমি নষ্ট করে নদী খনন, প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল

ড্রাইভারে ‘জিম্মি’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ

আজ ৬ ডিসেম্বর নবাবগঞ্জ হানাদারমুক্ত দিবস

আগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

সারা দেশে ইনসাফ-ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

অভিযোগের তীর নওফেল সিন্ডিকেটের দিকে

কালের সাক্ষী জকিগঞ্জ জমিদার বাড়ি