হোম > সারা দেশ

শরীয়তপুরে নারীর ওপর নির্মম নির্যাতন : গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া এক তরুণীর ওপর সংঘবদ্ধভাবে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। শহরের পাশের বন বিভাগের বাগানের ভেতর নিয়ে ভয়াবহ ওই নির্যাতনের ঘটনার পর দুই দিন পেরিয়ে ভুক্তভোগী নারী বুধবার দিবাগত রাতে পালং মডেল থানায় মামলা দায়ের করেন। এতে একজনকে নাম উল্লেখ করে আরও ১০–১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারীপুরের মারুফ হাওলাদার (১৮), শরীয়তপুরের নাফিজ বেপারী (২২), সাইফুল খান (২২) ও সিফাদ ভূইয়া (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিকল্পিতভাবে এক বন্ধুর সঙ্গে মাদারীপুর লেকপাড়ে ঘুরতে যান ভুক্তভোগী তরুণী। পরে শরীয়তপুর সদরের একটি খাবার হোটেল থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন তারা। ঠিক সন্ধ্যা ৬টার দিকে দুই যুবক তাদের পথরোধ করে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। একপর্যায়ে তারা ওই তরুণীর বন্ধুকে এলোপাতাড়ি মারধর করলে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জোর করে তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বন বিভাগের বাগানের ভেতরে।

সেখানে আগে থেকেই অবস্থান করা ৮–৯ জন যুবক তরুণীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা জানালে তাকে বেধড়ক মারধর করা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানেই একজন তাকে ধর্ষণ করে এবং এ সময় ছবি তোলে অভিযুক্তরা। বিষয়টি কাউকে বললে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এদিকে আহত অবস্থায় অন্যত্র আটক রাখা তরুণীকেও পরে সড়কের পাশে ফেলে যায় তারা। স্থানীয় মানুষ ও পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী তরুণী কান্নাজড়ানো কণ্ঠে বলেন, আমার সঙ্গে যে নির্যাতন হয়েছে তার বিচার চাই। আমার বন্ধুও যদি ঘটনার সঙ্গে জড়িত থাকে—তাঁরও বিচার হোক।

তরুণীর বন্ধু, যিনি অনার্স প্রথম বর্ষের ছাত্র, জানান—ছুরি ও ব্লেড দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে তারা তাকে মারধর করে, পরে অন্য স্থানে নিয়ে আটকে রাখে। তিনি আরও জানান, ‘সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আমাদের আটকে রাখে। মারধরে আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।’

ঘটনাটি প্রথম প্রত্যক্ষ করেন বন বিভাগের বাগান মালি জাকির হোসেন। তিনি বলেন, রাত ৮টার দিকে বাগানের এক কোণে দুই যুবককে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখেন তিনি। কাছে যেতেই তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর একটি বোরকা পরা নারী পথ খুঁজে বেরিয়ে আসে। পরে গভীর রাতে অজ্ঞাত কয়েকজন এসে তাঁকেও মারধর করে বলে জানান তিনি।

সদর হাসপাতালের আরএমও ডা. মিতু আক্তার বলেন, ভুক্তভোগী নারী চিকিৎসাধীন আছেন। তিনি বিবাহিত হওয়ায় ডিএনএ পরীক্ষার ফল হাতে এলে নির্যাতনের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, মামলার পরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন

জামায়াতের দাঁড়িপাল্লার মিছিলে এক কিলোমিটারজুড়ে তরুণদের ঢল

গৃহকর্তাকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট

কৃষাণীর পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন লুনা

বোল্ডার রকের বদলে চুনাপাথর দিয়ে ১৫০ কোটি টাকা লোপাট

পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ধামইরহাটে জামায়াতের নির্বাচনি মিছিল মার্চ ফর দাঁড়িপাল্লা

রংপুরে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু

ডিজির মহানুভবতায় চাকরি ফিরে পেল সেই ডা. ধনদেব