হোম > প্রকৃতি ও পরিবেশ

তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও ধারাবাহিকভাবে এই এলাকাতেই রেকর্ড হচ্ছে। ঝলমলে রোদ থাকলেও দিনের শুরুতে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এর আগের দিন বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ওইদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল তুলনামূলক বেশি, ৮৯ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনগুলোতেও শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), যেদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

এসআর

নবাবগঞ্জে ট্রলি চাপায় চালক নিহত

আমি মামলা করি না ডাইরেক্ট ওয়ারেন্ট করি, বিএনপি নেতা

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন আ.লীগের সহসভাপতি

পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারতীয় পুলিশ

আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে: ওসমান হাদির বোন

সিলেটে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক ৯

বিএনপি প্রার্থী জি কে গউছের মনোনয়ন ফরম সংগ্রহ

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার: চাঁদপুরের ডিসি

কাউনিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ পেল আমার দেশ নরসিংদী প্রতিনিধি