হোম > সারা দেশ > ঢাকা

কালিহাতীতে দগ্ধ হয়ে দোকান মালিকের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে আগুনে পুড়ে গফুর আলী (৬০) নামে তেলের দোকান মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে গফুরের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। আগুন ছড়িয়ে পড়লে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। বের হতে না পেরে গফুর ভাই ভেতরেই মৃত্যুবরণ করেন।

তিনি জানান, আগুন পাশের আরও দুইটি দোকানেও ছড়িয়ে পড়ে। মোট তিনটি দোকানে ৮–১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। খোলা পেট্রোলের দোকানেই আগুনের সূত্রপাত হয়। দোকানে আটকা পড়ে গফুর আলী দগ্ধ হয়ে মারা যান।

তিনি আরো জানান, গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেহেশতে নেয়ার মালিক জামায়াত না: খায়ের ভূঁইয়া

উজিরপুরে ইসলামী আন্দোলন প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিলেটে জামায়াত নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

রাজশাহীতে হুমকি-হেনস্তা, এনসিপির কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন: সৈয়দ ফয়সল

নাগেশ্বরীতে ইসলামি সমমনা জোটের বিক্ষোভ

জামায়াত প্রার্থী হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

পুশ-ইনের শিকার ভারতীয় নারী সোনালি খাতুনসহ ৬ জনের জামিন

ডিসি সালাহউদ্দীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আমরা ৮ দলের বিজয় চাইনা, ১৮ কোটি মানুষের বিজয় চাই