ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিমসার বাজারে দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে ঢাকা চট্টগ্রাম লেনে এ যানজট দেখা যায়।
নিমসার এলাকায় আনসারের দায়িত্বে থাকা জুম্মন বলেন, দুই জন ট্রাক ড্রাইভার রাস্তার মাঝখানে গাড়ি রেখে ঝগড়া করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লা থেকে ঢাকা গামী তিসা পরিবহনের যাত্রী আবুল কালাম বলেন, ২০ মিনিট ধরে নিমসার বাজারে যানজটে আটকে আছি। তীব্র গরমে রোজা রেখে যানজটে কষ্ট হচ্ছে ।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার দৈনিক আমার দেশকে বলেন, সকালে ফাঁকা ছিল। কি কারণে যানজট লেগেছে, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।