হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে (পুরাতন) মাধবপুরের সুরমা চা বাগানের ২০নং চা সেকশনের র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মৃত্তিক চা বাগানের রবি উরাংয়ের ছেলে জনক উরাং (৪০) ও চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকার মৃত কমন ভৌমিকের ছেলে দুলাল ভৌমিককে (৩৫) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।