হোম > সারা দেশ > বরিশাল

কৃষকদের ওপর বিএনপি নেতাদের হামলায় আহত ২৩

বরিশাল অফিস/গলাচিপা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সরকার থেকে খাস জমি ইজারা নিয়ে তরমুজ চাষ করতে গিয়ে বিএনপি নেতাদের হামলায় নারীসহ কমপক্ষে ২৫ কৃষক আহত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন কৃষক ও দুই নারী রয়েছেন। আহতদের মধ্য ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পর ওই এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান।

আহত কৃষকদের অভিযোগ, গত তিন মাস আগে উপজেলার ভূমি প্রশাসন তাদের ১৫৫ জন কৃষককে এ জমি একসনা ইজার দেয়। কিন্তু চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার তাদের জমিতে চাষ করতে দেয়নি। এরপর কিছুদিন আগে ইউএনও এবং ওসি স্যার আমাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেন। বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে গেলে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার ও তাদের দলবল তাদের জমি চাষ করতে বাধা দেয়। এনিয়ে বাগ্‌বিতণ্ডা হলে তারা নির্বিচারে হামলা চালায়।

আহতরা হলেন- নিজাম গাজী (৬২), নুর মোহাম্মদ সিকদার (৭০), আলম হাওলাদার (৪৭), কবির মেলকার (৫৫), মুসা খান (২৩), রিয়াজ মুসুল্লি (৩৮) হাসান সিকদার, আনোয়ার ফকির (৪৭), সিরাজ খা (৬০), শফিক হাওলাদার (৪০), বাবুল তালুকদার (৪৮), বারেক ফকির (৬০), শাহাবুদ্দিন (৪৯), বেল্লাল ঢালী (৬০), সোহেল তালুকদার (৪২), জামাল তালুকদার (৫৪), মোসা. রেখা বেগম (৩৮), আকলিমা বেগম (৩০), নিলুফা বেগম (৪০), ফারুল মীর (৫৫), শাহীন মীর (৩০), আনোয়ার হোসেন ফকির (৪৮), তৈয়ব মোল্লা (৪২), ফরহাদ তালুকদার (২৭) গুরুতর আহত হয়। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় আহত কৃষক সাহাবুদ্দিন তালুকদার বলেন, আমরা চরবাংলায় প্রায় ৩০ বছর ধরে বসবাস করছি। ওই এলাকার খাস জমি আমরা চরবাংলার মানুষেরাই ভাগ করে খাই। ইউএনও আমাদেরকে একসনা ডিসিআর দিছে। আমাগো নামে আগের এসিল্যান্ড প্রত্যায়ন দিছে। ডিসিআরের জমিতে স্থানীয় বাকের বিশ্বাস, আনোয়ার হাওলাদার ও মতিন চরবাংলা ও চরবিশ্বাস দিয়া কিছু পোলাপান নিয়া আমাগো উপর হামলা করছে।

হামলায় জড়িত চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হাওলাদার বলেন,‘চরবাংলা বিরোধীয় খাস জমি তাঁদের ঘর ছিল। বৃহস্পতিবার তাঁদের ঘরটি ভেঙে অন্যরা ঘর নির্মাণ করছিল। এ কারণে নিষেধ করা হয়েছে।

চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বলেন, ‘আমি দশমিনা ছিলাম। হামলার ঘটনার পর আমি জানতে পেরেছি। হামলার ঘটনাটি আমি প্রশাসনকে জানিয়েছি। তবে এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, ‘চরবাংলার একটি গ্রুপ খাস জমি চাষ দিতে সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি পায়। আরেক কৃষক গ্রুপ ভূমি অফিস থেকে ইজারা পায়। যা নিয়ে বেশকিছু দিন ধরে দুই গ্রুপের মধ্য বিরোধ চলছিল। এ নিয়ে সংঘর্ষ হলে ইজারা পাওয়া কৃষকদের মধ্য ২৩ জন আহত হয়। আহতদের মধ্য ১৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বকব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গলাচিপা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন,‘ বিরোধীয় বিষয়টি মীমাংসা জন্য গত শনিবার উভয় পক্ষকে নিয়ে বসা হয়। ওই সময় কৃষকদের বিরোধী গ্রুপ অর্থাৎ আজ যারা হামলা করেছে, তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দেয়া হয়। ওই সিদ্ধান্তের সময় উপজেলা ভূমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) ও থানার ওসি উপস্থিত ছিলেন। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শনে পর্তুগিজের সাবেক রাজপরিবার

ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে উসকানিমূলক পোস্ট

ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার

লকডাউন প্রতিহত করতে রাতেও জামায়াতের অবস্থান

আমার দেশ সংবাদের জেরে মডেল মসজিদ তদন্তে প্রকল্প পরিচালক

মিয়ানমারে পাচারকালে খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারি আটক

ইউএনও অফিসে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ

বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

তেলের ঘানি টানা সেই বৃদ্ধ দম্পতি পেলেন সরিষা মাড়াইয়ের মেশিন