হোম > সারা দেশ

বীরগঞ্জে বালুমহাল ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীর ভাঙন থেকে ফসলি জমি রক্ষা,পথচারী চলাচল দুর্ভোগ ও পরিবেশ বান্ধব ঝাড়বাড়ী গড়ার লক্ষ্যে ঝাড়বাড়ী বলদিয়া পাড়া বালু মহলের ইজারা বাতিল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা।

বুধবার সকালে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীহাট শান্তি চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঝাড়বাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শান্তির চত্বরে মানববন্ধনে মিলিত হয়।

ভুক্তভোগী কৃষক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গড়ফতু উদয়ন ক্লাবের সভাপতি হামিদুর রহমান, আন্দোলনের সমন্বয়ক ও কৃষক আবু বক্কর সিদ্দিক, ছাত্রনেতা মনিরুজ্জামান মনিরসহ আরো অনেকে।

বক্তারা বলেন, বিগত দিনে জয়গঞ্জ-ঝাড়বাড়ী ঘাট সংলগ্ন আত্রাই নদীর বলদিয়াপাড়া বালু মহলটি গত দুই বছর জনসাধারণের আন্দোলনের কারণে বন্ধ থাকলেও এবছর নতুন করে আবারও ইজারা দেয়া হয়। এরই মধ্যে ইজারাদার কর্তৃক ড্রেজার মেশিন নদীতে আনা হয়েছে।

ইতঃপূর্বে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর দুই তীর ভেঙে অসংখ্য কৃষকের আবাদি জমি নষ্ট হয়েছে। নদীর চরে আবাদ করে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে। ড্রেজারের কারণে বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরি হওয়ায় নানা রকম দুর্ঘটনা ইতঃপূর্বেই ঘটেছে।

এসময় তারা আরও বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকার যত টাকা এখান থেকে রাজস্ব আয় করবে তার তিনগুণ অর্থ জনগণ কৃষি উৎপাদনের মাধ্যমে জোগান দিয়ে থাকে। সরকার জনগণের জন্য কাজ করে জনগণের এই বৃহৎ স্বার্থ মাথায় রেখেই সরকারের দায়িত্বশীলরা পদক্ষেপ নিবেন বলে আমরা আশা করছি, অন্যথায় আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই