হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীতে ট্রাক্টর উল্টে পড়ে এক পরিবারের তিন নারী নিহত

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক্টর উল্টে নদীতে পড়ে এক পরিবারের তিন নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০), ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তাদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনা বউ।

সরেজমিনে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করতে ছিলেন এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে তাদের উপর পড়ে যায়। ঘটনা স্থলেই রিনা ও রুজিনা মারা যায় এবং সামছুন নাহারকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সহয়তায় উদ্ধার কার্যক্রম চালায় এবং ট্রাক্টর জব্দ করি। চালককে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। তবে চালককে ধরার জন্য কাজ করা হচ্ছে।

পাকুন্দিয়ায় দলীয় পদে পুনবর্হাল বিএনপি নেতা মাহফুজ

‘আমি কি কুমিল্লায় হজ করতে আসছি’, বলা সেই এএসপি বরখাস্ত

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদারমুক্ত দিবস পালিত

ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে ঢুকছে ‘চকো প্লাস’

দেবিদ্বার হানাদার মুক্ত দিবস আজ

হবিগঞ্জে পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রশ্ন হাতে পেয়েও বার্ষিক ইংরেজি পরীক্ষা নেননি প্রধান শিক্ষক

প্র‌তিবেশীর খাটের নিচ থেকে উদ্ধার তিন বছরের শিশুর লাশ

বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে এককাট্টা মনোনয়নবঞ্চিতরা

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম