হোম > সারা দেশ > রাজশাহী

‘চলোজি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

‘চলোজি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’-‘চলরে ভাই আমাদের পদ্মা বাঁচাই’-আহ্বানে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সাবেক তিন এমপি।

এ সময় তারা বলেন, ভারত থেকে গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় রূপান্তর হয়েছে। উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রত্যেক বছর পদ্মা নদী তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয় এবং পানিবন্দি হয় লাখো মানুষ।

এমন ভোগান্তির মধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণসহ শুষ্ক মৌসুমে পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয় মত বিনিময় সভা থেকে।

বিএনপি চেয়ারপার্সনের দু’উপদেষ্টা ও সাবেক এমপিরা মতবিনিময় সভায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণসহ পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে। এসময় তারা আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি হারুনুর রশীদ।

সাবেক এমপি শাজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আমিনুল ইসলাম। এ সময় বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা মনোনয়ন না পাওয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামায়াতের প্রার্থীরা

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা

শুরু হচ্ছে বহুল আলোচিত বে-টার্মিনালের নির্মাণকাজ

সীমান্তপথে আসা ভারতীয় মাদকে সয়লাব লাকসাম

জকিগঞ্জে সুরমার ভয়াবহ ভাঙনে বিপন্ন জনজীবন‎

ঘোড়াশালের পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

বিভিন্ন স্থানে বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের হাহাকার

দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়নবঞ্চিতদের কর্মীদের বিক্ষোভ

একই আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই সহোদর