হোম > সারা দেশ > খুলনা

প্রশ্ন হাতে পেয়েও বার্ষিক ইংরেজি পরীক্ষা নেননি প্রধান শিক্ষক

জেলা প্রতিনিধি, বাগেরহাট

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও বাগেরহাটের একটি বিদ্যালয়ে প্রশ্নপত্র হাতে পাওয়া সত্ত্বেও পরীক্ষা না নেওয়ার অভিযোগ উঠেছে।

বাগেরহাটের ১৪ নং কে বি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি পরীক্ষা নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন কাজী প্রশ্নপত্র হাতে পেয়েও পরীক্ষা নেননি। অথচ তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন যে পরীক্ষা নেওয়া হয়েছে।

পরে সত্যতা যাচাই করতে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে প্রধান শিক্ষক জানান, ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র নাকি হারিয়ে যাওয়ায় তিনি পরীক্ষা নিতে পারেননি এবং তিনি দাবি করেন, বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।

কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে জানা যায়—প্রশ্নপত্র হারানো বা পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক কোনো তথ্য দেননি।

ঘটনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুর রহমান মোড়ল বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করবেন এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাকুন্দিয়ায় দলীয় পদে পুনবর্হাল বিএনপি নেতা মাহফুজ

নদীতে ট্রাক্টর উল্টে পড়ে এক পরিবারের তিন নারী নিহত

‘আমি কি কুমিল্লায় হজ করতে আসছি’, বলা সেই এএসপি বরখাস্ত

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদারমুক্ত দিবস পালিত

ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে ঢুকছে ‘চকো প্লাস’

দেবিদ্বার হানাদার মুক্ত দিবস আজ

হবিগঞ্জে পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্র‌তিবেশীর খাটের নিচ থেকে উদ্ধার তিন বছরের শিশুর লাশ

বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে এককাট্টা মনোনয়নবঞ্চিতরা

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম