পলাতক আ.লীগ নেতার নাম ফলকে
পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের নাম এখনো বহাল রয়েছে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) সুবর্ণ জয়ন্তী স্মৃতি ফলকে।
বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলেও কলেজ কর্তৃপক্ষ বলছে, উদ্বোধনকারী হিসেবে তার নাম ফলকে থাকা স্বাভাবিক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারের দোসরদের নামচিহ্ন অপসারণ করা হলেও এখনো অক্ষত রয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামালের নাম।
কলেজের সুবর্ণ জয়ন্তী স্মৃতি ফলকে দেখা গেছে, জুলাই বিপ্লবের মামলার আসামি হিসেবে পলাতক থাকা এই নেতার নাম এখনো চকচক করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে— স্বৈরাচার পালানোর ১৪ মাস পরেও কেন তার নাম অপসারণ করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘২৪-এর মহান বিপ্লবের পরও যদি ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের দোসরদের নাম কোনো প্রতিষ্ঠানে বহাল থাকে, তাহলে ছাত্র জনতা তা প্রতিহত করবে। বাংলাদেশের কোনো প্রান্তে খুনি হাসিনার দোসরদের স্মৃতিচিহ্ন রাখা হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লার উপাধ্যক্ষ কাজী মাহবুব হাছান আমার দেশকে বলেন, ‘সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উনি (আ হ ম মোস্তফা কামাল)। উনার নাম থাকবে না? কার নাম থাকবে? এটা স্বাভাবিক বিষয়— উনার নাম থাকা উচিত।’
তবে একই বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী আক্তার বলেন,‘আমি একটু ব্যস্ত, পরে কথা বলব,’-বলে ফোন কেটে দেন।