হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় ৩ মামলা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি থানায় ১টি ও গুইমারা থানায় ২টিসহ তিনটি মামলা দায়ের করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাত ৬ থেকে ৭শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় পুলিশের উপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন এসআই ইমাম হোসেন। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে গুইমারার সহিংসতায় ৩ জনের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি এবং পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গীনালা এলাকায় ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বরও শনিবার অবরোধ চলাকালে জেলা শহরের সদর উপজেলায় এবং গুইমারা উপজেলায় হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা এখনো বলবৎ আছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

রায়পুরের এক জেলের লাশ হিজলাতে উদ্ধার

রামগঞ্জে নিষিদ্ধ সংগঠন আ.লীগের নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’