হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

এদিন সীতাকুণ্ড বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে দুপুরে ভাতের দাওয়াত দিয়েছিলেন দলটির সোনাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনসুর। তবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে রেখেই সব খাবার খেয়ে ফেললেন নেতাকর্মীরা।

জানা গেছে, দুপুর দেড়টার আগেই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী ওই বাড়িতে পৌঁছে খাবারের সব আয়োজন শেষ করে ফেলেন।

এর ক্ষোভ প্রকাশ করে মনসুর বলেন, সালাউদ্দিন ভাইয়ের জন্য দুই থেকে তিনশ মানুষের খাওয়ার আয়োজন করেছিলাম। কিন্তু দুপুরে বিনা দাওয়াতের ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব শেষ হয়ে গেল। সালাউদ্দিন ভাইকে খাওয়াতে না পারায় আমার বড় দুঃখ।

যুবদলের সাধারণ সম্পাদক মিন্টু বলেন, মনসুর ভাই আমাদের কয়েকজনকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আমরা খবর পেয়েছি আওয়ামী লীগের লোকজন পাশের বাড়িতে জমায়েত হচ্ছিল। নিরাপত্তার কারণে প্রায় দেড় শত নেতাকর্মী মনসুর ভাইয়ের বাড়িতে চলে আসে।

এদিন সলিমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিটি গেইট থেকে জলিল গেইট পর্যন্ত এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর ছবিসংবলিত প্লেকার্ড ও ব্যানার শোভা পায়।

বাড়বকুণ্ড, ভাটিয়ারী ও মুরাদপুর ইউনিয়নেও বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মুরাদপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু বলেন, আসলাম চৌধুরীর মনোনয়ন শতভাগ নিশ্চিত। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করব।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন জানান, সীতাকুণ্ডের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন সমাবেশে নেতারা কাজী সালাউদ্দিনের মনোনয়ন স্থগিত করে আসলাম চৌধুরীর নাম ঘোষণার দাবি জানিয়েছেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, দলের তৃণমূল আসলাম চৌধুরীর নেতৃত্ব চায়। আমরা চেয়ারপারসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। গত বুধবার ও আজকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী যুবলীগের নৈরাজ্য প্রতিরোধের পাশাপাশি কাজী সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার করে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর নাম ঘোষণা করার দাবি জানিয়েছে।

পুরো দিনজুড়ে সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ, শোভাযাত্রা ও প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও মনসুরের বাড়ির দাওয়াতের খানা খেয়ে ফেলার ঘটনাটি স্থানীয় রাজনীতিতে হাস্যরস ও আলোচনার জন্ম দিয়েছে।

আমার দেশ সংবাদের জেরে মডেল মসজিদ তদন্তে প্রকল্প পরিচালক

মিয়ানমারে পাচারকালে খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারি আটক

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থাই গড়ে তুলবে দক্ষ প্রজন্ম: মিলন

৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি

তরুণেরা বাংলাদেশকে নেতৃত্বে দেবে: চাকসু ভিপি

ফেনীতে সড়ক অবরোধ ও রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

জাল কাগজে শতকোটি টাকার অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে স্থগিতাদেশ

এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা

চট্টগ্রামে আ.লীগের লকডাউনে সাড়া নেই, জনজীবন স্বাভাবিক