কার্যক্রম নিষিদ্ধ বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনের সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক মো. শাহ আলমের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবি নিয়ে ইতোমধ্যে নেটদুনিয়ায় সমালোচনার তীব্র ঝড় বয়ে যাচ্ছে।
ছবিতে দেখা যায়, শনিবার (১০ জানুয়ারি) কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনের সাথে ফটোসেশন করছেন কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক মো. শাহ আলম।
জানা গেছে, কুমিল্লা লালমাই লেকল্যান্ড পার্কে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভা শেষে তিনি আওয়ামী লীগের নেতাদের সাথে ফটোসেশন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান আমার দেশকে বলেন, প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি ছাত্র-জনতার রক্তের বিনিময় আজকের এই চেয়ারটিতে বসে আছেন তার জানা উচিত কার সাথে ছবি তোলা যায় এবং কার সাথে ছবি তোলা যায় না। গণহত্যাকারী স্বৈরাচারীর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জেলে থাকার কথা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন তাদের সঙ্গ দেয়, বিপ্লব সম্পাদনকারী ছাত্র-জনতা তখন ঝুঁকিতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা নগরীর একজন ব্যক্তি জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদকের সাথে ছবি উঠাতে পারেন না। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের সাথে তার আঁতাত রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানি করছে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাক মিয়া আমার দেশকে বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে উনি বৈঠক করতে পারেন না। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি করছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সাথে আপনার ছবি ভাইরাল এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন, কখন ছবি উঠানো হয়েছে আমি খেয়াল করিনি। আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম।