হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় তরুণী গণধর্ষণ: কারাগারে ৪ ধর্ষক

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

ডেমরায় পূর্ব পরিচয়ের সুবাদে ১৭ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে চার লম্পটের বিরুদ্ধে। মঙ্গলবার আমতলা লালশাহ মাজার এলাকা থেকে পুলিশের অভিযানে গ্রেফতারের পর তাদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের মামলায় গ্রেফতার ওই চার ধর্ষককে বুধবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা আদালতে ১৬৪ ধারায় চাঞ্চল্যকর এ ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরই তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ডেমরার পশ্চিম বক্সনগর কবির মিয়ার কাজী ভিলা নামে বাড়ির ভাড়াটিয়া ফরিদপুরের নগরকান্দা থানা এলাকার আলাউদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২০), তার বন্ধু ডেমরা থানা এলাকায় বসবাসরত কবির হোসেনের ছেলে আল আমিন হোসেন ওরফে বাবু (২০), সবুজের ছেলে মো. মিলন (২৪) ও মোস্তফা বেপারির ছেলে মো. সাজু (২৫)। এ ঘটনায় মো. নাঈম (১৯) নামে ধর্ষকদের আরেক সহযোগীসহ অজ্ঞাত আরো ১ জন পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ।

এ বিষয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ভিকটিম ডেমরা থানা এলাকার একটি প্যাকেজিং ফ্যাক্টরীতে চাকুরি করে। ফেসবুকের মাধ্যমে লম্পট সোহাগের সাথে মেয়েটির পরিচয়ের পরে পরবর্তীতে কথাবার্তা হয়। এ সুবাদে সোহাগ গত ১৩ জানুয়ারি বিকেলে ভুক্তভোগীকে দেখা করা জন্য বলে।

ভুক্তভোগী ও বাদির বরাতে ওসি আরও বলেন, দেখা করার জন্য আসলে সোহাগ ওই তরুণীকে নিয়ে অটোরিকশাযোগে স্টাফ কোয়ার্টার এলাকায় এনে আইসক্রিম খাওয়ায়। ঘুরাঘুরির এক পর্যায়ে আমতলা এলাকায় একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে মেয়েটিকে নিয়ে যায় সোহাগ। সেখানে সোহাগ ও তার বন্ধুরা মিলে মেয়েটিকে একাধিকবার গণধর্ষণ করে অটোরিকশাযোগে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় অভিযোগ পেয়ে আমি দ্রুত তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনি।

এমএস

গোপালগঞ্জে কারাবন্দি বাবার জন্য ছেলের ভোট প্রার্থনা

‎গাজীপুরে ‌‘শ্বাসকষ্ট-বমি-খিচুনিতে’ অসুস্থ অর্ধশতাধিক পোশাককর্মী

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ

ককটেল ফাটিয়ে ও গুলি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

নির্বাচনি প্রচারে সংসদ প্রার্থীর ৯ ভাইয়ের যৌথ পরিবার

নরসিংদীতে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

রাজৈরে ‘দেশি মদ পানের পর’ অনিমেষ বালার মৃত্যু

ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবারো গণতন্ত্রের পথে ফিরবে: মঈন খান