হোম > সারা দেশ > ঢাকা

দায়িত্ব নেয়ার ১৬ মাসে এক টাকাও ঘুষ খাইনি: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য প্রদানকালে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মাসে এক টাকাও ঘুষ খাইনি। হজে গিয়ে হাজিদের সাড়ে ৮ কোটি টাকা ফেরত দিয়েছি। আগামী হজে আরো বেশি টাকা ফেরত দিতে পারবো। ওলামায়ে কেরামরা বাংলাদেশের সামাজিক শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে হবে।

মঙ্গলবার রাতে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য প্রদানকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের সাথে কানেক্টিভিটি বাড়াতে পারলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। আল্লাহ কাউকে ফেলে দিলে কোটি মানুষও উপরে তুলতে পারবে না, আর আল্লাহ কোন মানুষকে উপরে তুললে আপনি আমি হাজার চেষ্টা করেও নিচে নামাতে পারবো না। টাকার কাছে হেরে গেলে লক্ষ্য চ্যুতি ঘটবে, মনজিলে মকসুদে পৌঁছাতে পারবো না। সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারলে রাস্ট্রীয় শক্তিকে নিয়ন্ত্রণে আনা যাবে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করতে হবে নয়তো নতুন সূর্য উঠতে দেরী হয়ে যাবে। উপদেষ্টা বানালে, মন্ত্রী বানালে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, লক্ষ্যে পৌঁছাতে হলে সচিব লাগবে, এসপি লাগবে, ডিসি লাগবে, রাষ্ট্রদূত লাগবে। নিজেদের এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। ধর্মের প্রভাব থাকলে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র পরিচালনায় ভুল কম হয়।

গাজীপুর মহানগর হেফাজতের আমির মুফতি মাসুদুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের দেওবন্দের আওলাদে রাসুল সাইয়্যেদ আসজাদ মাদানী। উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন।

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

খালেদা জিয়ার করুণ অবস্থার জন্য পলাতক হাসিনা দায়ী: রিপন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল

কালিয়াকৈরে পোশাক কারখানায় একসাথে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ

খালেদা জিয়ার এই অবস্থার জন্য পলাতক হাসিনা দায়ী

ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে প্রধানমন্ত্রী না হতে পারলে দুই কূলই হারাবেন

শিবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

আখেরি মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন