হোম > সারা দেশ > ঢাকা

ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর নির্মাণাধীন দ্বিতল সড়কের পিলারে ফাটল, উদ্বেগ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

শুক্রবার সকালে দেশের বিভিন্নস্থানে অনুভূত হওয়া ভূমিকম্পে পঞ্চপটিক টু মুক্তারপুর নির্মাণাধীন দ্বিতল সড়কের ৭৭ নম্বর পিলারের উপরের অংশে ফাটল দেখা দিয়েছে।

বিষয়টি জানাজানি হতেই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর মুন্সিবাড়ি এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীরা জানান, ভূমিকম্পের আগে পিলারটি স্বাভাবিক ছিল। কিন্তু ভূমিকম্পের পরপরই উপরের অংশে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। তবে পিলারের নিচের অংশ একেবারেই অক্ষত।

এ বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে ফ্লাইওভারের কাজ করা কয়েকজন শ্রমিক জানান, ভূমিকম্পের আগ পর্যন্ত পিলারটিতে ফাটলের কোনো চিহ্ন ছিল না।

ফাটলটি কতটা ঝুঁকিপূর্ণ এবং দ্রুত মেরামতের প্রয়োজন আছে কি না— এ নিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ও ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াত করেন। এমন অবস্থায় সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, পিলারের ব্লকে ফাটল দেখা যাওয়ার বিষয় আমি সংশ্লিষ্টদের জানাচ্ছি এবং বিষয়টি যাচাই করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের ঝুঁকি না থাকে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ ডিসেম্বর একনেক সভায় এ প্রকল্প অনুমোদিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা।

প্রকল্পটি জিওবি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ১ জানুয়ারি। প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

ইতালিতে লোক পাঠানো নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২৫

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর পদপ্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন

বোয়ালমারীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রবীণ সাংবাদিক এমএ রশীদ ভূঁইয়ার ইন্তেকাল

ভূমিকম্পে দেয়াল ধসে বাবা-ছেলের মৃত্যু, একসাথেই জানাজা

নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে মোটরসাইকেল শোডাউন

চাঁদাবাজির মামলা তুলে না নেয়ায় দুই ভাইকে আহত

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় অসহায়দের মাঝে উপহার

প্রেমঘটিত বিষয় নিয়ে অপমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

চোরা বালুতে প্রাণ গেল শিশুর