হোম > সারা দেশ > ঢাকা

'জয় বাংলা স্লোগান' দেয়ায় বিএনপির সেই নেতার মনোনয়ন স্থগিত

আমার দেশ অনলাইন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। তবে কোনো কারণ জানায়নি দলটি।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সংবাদ সম্মেলনে মোট ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশের সময় মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে বিএনপি জানায়, অনিবার্য কারণবশত ওই আসন ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

সোমবার রাতে তাকে মনোনয়ন দেওয়ার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার রাতে তারা ২ ঘণ্টা ধরে এক্সপ্রেসওয়ে বন্ধ করে রেখেছিল। সেখানে তারা টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দিয়েছিল।

মনোনয়ন পাওয়ার আগে থেকেই কামাল জামান মোল্লার এ বছরের দুর্গাপুজার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে বক্তব্য শেষে তাকে 'জয় বাংলা' শ্লোগান দিতে দেখা যায়। এই ভিডিও নিয়েও মাদারীপুরে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

ওসির দুর্নীতি অনুসন্ধান, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা আ.লীগ নেত্রীর

রাজৈরে আশ্রয়ণ প্রকল্পের ভবনে দুর্নীতি অভিযোগে দুদকের অভিযান

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

উল্টোপথে ওভারব্রিজে উঠার চেষ্টাকালে বাসচাপায় অটোচালকসহ নিহত যাত্রী

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

ঘোড়াশালের পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

মনোনয়ন না পেয়ে সড়কে আগুন দিয়ে অবরোধ

মির্জাপুরে অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দুইজন গ্রেপ্তার

১১২ টাকায় জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন