হোম > সারা দেশ > ঢাকা

প্রশাসনের অফিসগুলো একটি দলের অফিসে পরিণত হয়েছে

নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইন

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইন এসব কথা বলেছেন, প্রশাসন নিরপেক্ষ, জনগণের পক্ষে থাকা, জনগণের কথা বলা পরিবর্তে একটি দলের পেছনে ঘুরে। প্রশাসনের অফিসগুলো একটি দলের অফিসে পরিণত হয়েছে। অবাধে চলছে দুর্নীতি-চাঁদাবাজি। এভাবে চলতে দেয়া হবে না।

শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আয়োজনে সারাদেশে ফ্যাসিস্টদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরবাইক র‍্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ও ফ্যাসিস্টদের গণহত্যার বিচার রুখে দিতে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জনগণ ও জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে ফ্যাসিস্টদের এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না। প্রশাসনের প্রত্যাশিত ভূমিকা না থাকার কারণে, মামলা গুলোতে ফ্যাসিস্টদের গ্রেপ্তার না করার কারণে, কোনো কোনো জায়গায় ফ্যাসিস্টরা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, পলাশ আসনের সর্বত্র দাঁড়িপাল্লার সমর্থকদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাধা দিয়ে, হুমকি দিয়ে দাঁড়িপাল্লার অগ্রযাত্রা থামানো যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, সহকারী জেনারেল মকবুল হোসাইন প্রমুখ।

সমাবেশ শেষে মোটরসাইকেল র‍্যালিটি নরসিংদী-২ আসনের নির্বাচনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

পুকুর ও জলাশয়সমূহকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব: পরিবেশ উপদেষ্টা

ভাঙ্গায় বিশেষ অভিযানে দুই যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আমরা বিভেদ চাই না, মিলেমিশে থাকতে চাই: আফরোজা খান রিতা

ভোরের আলো ফোটার আগেই ফ্ল্যাটে মিললো স্ত্রীর লাশ, গুরুতর আহত স্বামী

নিক্সন চৌধুরীর আস্থাভাজন দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

মেঘনায় ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

অভাবের তাড়নায় সদ্যোজাত শিশু ডাস্টবিনে

কারা নির্যাতিতদের জন্য নিজ জমি বিক্রি করতে চান মনজুর এলাহী