নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইন
নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইন এসব কথা বলেছেন, প্রশাসন নিরপেক্ষ, জনগণের পক্ষে থাকা, জনগণের কথা বলা পরিবর্তে একটি দলের পেছনে ঘুরে। প্রশাসনের অফিসগুলো একটি দলের অফিসে পরিণত হয়েছে। অবাধে চলছে দুর্নীতি-চাঁদাবাজি। এভাবে চলতে দেয়া হবে না।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আয়োজনে সারাদেশে ফ্যাসিস্টদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরবাইক র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ও ফ্যাসিস্টদের গণহত্যার বিচার রুখে দিতে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জনগণ ও জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে ফ্যাসিস্টদের এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না। প্রশাসনের প্রত্যাশিত ভূমিকা না থাকার কারণে, মামলা গুলোতে ফ্যাসিস্টদের গ্রেপ্তার না করার কারণে, কোনো কোনো জায়গায় ফ্যাসিস্টরা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।’
নির্বাচন নিয়ে তিনি বলেন, পলাশ আসনের সর্বত্র দাঁড়িপাল্লার সমর্থকদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাধা দিয়ে, হুমকি দিয়ে দাঁড়িপাল্লার অগ্রযাত্রা থামানো যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, সহকারী জেনারেল মকবুল হোসাইন প্রমুখ।
সমাবেশ শেষে মোটরসাইকেল র্যালিটি নরসিংদী-২ আসনের নির্বাচনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।