হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে।

হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদী পারাপারে আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা চরম দুর্ভোগে পড়েছে। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় আসা যানবাহন আটকা পড়ে রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এবং রাত ১২টার দিকে নদী অববাহিকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।

তিনি আরও জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে রাত ১২টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

এদিকে ব্যস্ততম এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের মধ্যে প্রচণ্ড শীতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

চাঁদাবাজ বাহিনী প্রধান সম্রাট সম্পর্কে যা জানা গেল

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

ঘাটাইল প্রেসক্লাবের দায়িত্বে খান ফজলু ও নজরুল

গোয়ালন্দে অপহৃত ব্যবসায়ী উদ্ধারে অভিযান, গ্রেপ্তার ৩

আড়াইহাজারে শীর্ষ ডাকাত মুসা গ্রেপ্তার

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৩

জোট প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ বিএনপির তিন নেতার

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে কৃষকদল নেতার মৃত্যু