কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সালুয়া ইউনিয়নের ভিটিগাঁও গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামি চিন্তাবিদ ফার্সি কবি হিসেবে সর্বত্র পরিচিত অসংখ্য আলেম ওলামার উস্তাদ, হযরত মাওলানা শাফি উদ্দিন (ফার্সি কবি) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকাল ৭.৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৪.৩০ মিনিটে সালুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হবে।
মরহুমের মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ভৈরব-কুলিয়ারচর নিয়ে গঠিত কিশোরগঞ্জ ৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান সহ আলেম সমাজ গভীর শোক প্রকাশ করেছেন এবং ও শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।