হোম > সারা দেশ > খুলনা

ঘোড়ার গাড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়, এলাকাবাসীর কান্না

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমানকে রাজকীয় বিদায় জানানো হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) গোসাইপুর-মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষরা কান্নায় ভেঙে পড়েন।

৭০ বছর বয়সী ইমাম জিল্লুর রহমান উপজেলার আড়বাব গ্রামের সোবহান মোল্লার ছেলে। তিনি ১৯৮৫ সাল থেকে টানা ৪০ বছর ধরে গোসাইপুর-মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলে এলাকাবাসী তার সম্মানে এই ব্যতিক্রমী বিদায়ী আয়োজন করেন।

বিকালে মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে আড়বাব গ্রামে পৌঁছে দেয়া হয়। সেই গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকসহ নানা বয়সী মানুষের মোটরসাইকেল বহর। গ্রামের সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে বিদায় জানাতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকেন।

মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, “ইমাম সাহেব ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তিনি শুধু ইমামতি করেননি, আমাদের জীবনের নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তাই তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ এমন সম্মাননা দিয়েছি।”

বিদায় মুহূর্তে ইমাম জিল্লুর রহমান আবেগজড়িত কণ্ঠে বলেন, “জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসেন— তা আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

৫৪ বছরে ক্ষমতাসীনদের ভাগ্য বদলালেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি

চৌগাছায় ১৫ দিনেও খোঁজ মেলেনি পুলিশ সদস্যের

তালায় বাণিজ্যিক কুল চাষে সফলতা

খুলনায় কপিলমুনিতে সড়ক উন্নয়ন কাজে ধীরগতি

শসা চাষে সফলতা

১৮ বছরেও চালু হয়নি স্যালাইন কারখানা

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান

বেপরোয়া গতির থ্রিহুইলার উল্টে নিহত চালক

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

লালনভক্ত আ.লীগ-বিএনপির ১০২ কর্মী ও সমর্থকের জামায়াতে যোগদান