হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে যৌথবাহিনী

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে যৌথবাহিনী। শনিবার (৫ জুলাই) সদর উপজেলার রঘুনাথ জিওর আখড়া, জুবলীঘাট মন্দির থেকে শুরু হয়ে বড় বাজার রোড, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে জয়নাল আবেদীন পার্ক পর্যন্ত ফিরতি রথযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

প্রায় ২০ হাজার হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মীয় অনুসারীরা রথযাত্রায় অংশগ্রহণ করেন। রথযাত্রাটি দুর্গাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে জুবলীঘাট, রেলীর মোড়, গাংগীনাপাড়, নতুন বাজার, টাউন হল মোড়, কাচিঝুলি হয়ে শেষ পর্যন্ত জয়নাল আবেদীন পার্কে এসে শেষ হয়। পুরো রথযাত্রা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফিরতি রথযাত্রা ও মেলায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ছিল আনুমানিক ৪০ হাজার।

রথযাত্রা শেষে জয়নাল আবেদীন পার্ক প্রাঙ্গণে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়। উৎসবস্থলে এবং আশপাশের এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখে যৌথবাহিনী।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭৭ ব্রিগেড সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে। যৌথবাহিনী মেলার নিরাপত্তার পাশাপাশি পুরো রথযাত্রার রুটে নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে। এতে অংশগ্রহণকারী সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়।

এই সফল নিরাপত্তা ব্যবস্থার জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের পক্ষ থেকে যৌথবাহিনী ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার

জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন

ধানের শীষের প্রার্থীসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

গৌরীপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪

প্রার্থীদের ভাগ্যের চাবি নারী ভোটারদের হাতে

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, জামায়াত নেতা নিহত

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩০

জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ