হোম > সারা দেশ > ময়মনসিংহ

মনে রাখতে হবে, নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র আল্লাহর: ডা. জাহিদ

ময়মনসিংহ অফিস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা হম্বিতম্বি করেন, কর্তৃত্ববাদের ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, তাদের মনে রাখতে হবে নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। এই দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তাই জনগণের বিপক্ষে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মুক্তমঞ্চে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র দেশ-বিদেশ থেকে যতই হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে। আগামী দিনে জনগণের ভোটে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।

নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি করে গর্বিত হতে হবে। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দল, এটি অতীতমুখী নয়, ভবিষ্যতমুখী দল। বিএনপি দেশপ্রেমিকদের দল, মুক্তিযোদ্ধাদের দল এবং জনগণের পাশে থাকার দল।

তিনি আরো বলেন, অন্য একটি দল অতীতে জনগণের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, আত্মসমর্পণ করেছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে।

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, একে এম মাহবুবুল আলমসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে একটি বিশাল আনন্দ র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেয় নেতাকর্মীরা।

হাদির ওপর গুলি: নালিতাবাড়ী সীমান্তে ফিলিপের ২ সহযোগী আটক

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না, নিশ্চিত নয় বিজিবি

পাকা সড়কের নিচে চাপা নগর বধ্যভূমি, নেই সংরক্ষণের উদ্যোগ

বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

ময়মনসিংহে হেলে পড়েছে পাঁচতলা ভবন

স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দেওয়া বিএনপি নেতার ইসলামী আন্দোলনে যোগদান

ডিজির মহানুভবতায় চাকরি ফিরে পেল সেই ডা. ধনদেব

গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

বিএনপির কাছে ময়মনসিংহ- ১০ আসন চায় জমিয়ত