জামালপুরের মাদারগঞ্জে রাতের আঁধারে নিজ বাড়িতে মাসুদ প্রামানিক (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ছাড়াও রুবেল প্রামানিক (২০) নামে তার চাচাকে গলা কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাসুদ প্রামানিক উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার সম্রাট প্রামানিকের ছেলে। আহত রুবেল প্রামানিক একই এলাকার আলতাফুর প্রামানিকের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলতাফুর প্রামানিকের সৌদি প্রবাসী ছেলে রোববার সকালে দেশে ফেরার কথা। এ জন্য আলতাফুর প্রামানিকের পরিবারের লোকজন শুধুমাত্র রুবেলকে বাড়িতে রেখে ঢাকায় বিমানবন্দরে যান।
এদিকে শনিবার রাত ১১টার দিকে রুবেল প্রামানিক বাড়িতে একা থাকায় তার চাচা মাসুদ প্রামানিককে ডেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রোববার বেলা ১১টা বেজে গেলেও তারা দু’জন ঘুম থেকে না উঠায় মাসুদ প্রামানিকের পরিবারের লোকজন ডাকাডাকি করে। তাদের দু’জনের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় মাসুদের লাশ দেখতে পান ও গলাকাটা অবস্থায় আহত রুবেলকে উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদের চাচাতো বোন আকাশী আক্তার বলেন, অনেক রাত পর্যন্ত আমরা সবাই একসাথে খাওয়া শেষ করি। পরে ওরা দু’জন রুবেলদের বাড়িতে ঘুমাতে যায়। সকালে ডাকাডাকি করে না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখি তাদের এই অবস্থা।
নিহত মাসুদ প্রামানিকের বাবা সম্রাট প্রামানিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাসুদকে না পেয়ে ওর মাকে ডাকার জন্য বলি। কিছুক্ষণ পর শুনি মাসুদকে কে বা কারা মেরে ফেলছে আর রুবেলের গলা কেটে ফেলছে। মাসুদকে সিঙ্গাপুর পাঠানোর জন্য ঢাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করেছিলাম। কিছুদিন পর তার সিঙ্গাপুর যাওয়ার কথা। আমার সব শেষ হয়ে গেল। মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে, আরেকজনকে গলা কেটে আহত করেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।