হোম > সারা দেশ > ময়মনসিংহ

উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুর বিসিক শিল্পনগরীতে

শাহরিয়ার মিল্টন, শেরপুর

দুই যুগেও শেরপুরের বিসিক শিল্পনগরীতে লাগেনি কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। অবকাঠামোসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে এই শিল্পনগরী। ফলে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। এই অবস্থায় শিল্পকারখানা টিকিয়ে রাখতে দ্রুত অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

জানা যায়, ১৯৮৬ সালে শহরের নৌহাটা এলাকার মৃগী নদীর পাশে প্রায় ১৫ একর জমি নিয়ে কাজ শুরু করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ২০০০ সালে এখানে বিসিক প্লট বরাদ্দ দেওয়া শুরু করে। এই শিল্পনগরীতে ৩৫টি প্লট রয়েছে। যার প্রতিটিই বরাদ্দ নিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া নিরবচ্ছিন্ন সেবার জন্য রয়েছে বিদ্যুৎ বিভাগের দুটি লাইন ও পানির ব্যবস্থা। তবে বিসিক শিল্পনগরীতে নিরাপত্তা বেষ্টনীর জন্য চারপাশে বাউন্ডারি, লাইটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও গ্যাসের সংকট নিরসনের দাবি জানান মালিক, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীসহ এই শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।উদ্যোক্তারা অভিযোগ করেন, শিল্পবান্ধব পরিবেশ না পেয়ে অনেক শিল্প উদ্যোক্তা আগ্রহ হারাচ্ছেন। এছাড়া এখানে নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় প্রতিনিয়ত চিন্তায় থাকেন তারা। আর উৎপাদনের প্রধান উপাদান গ্যাস, এখানে গ্যাসের চাপ নেই বললেই চলে। এসব অসুবিধার জন্য উদ্যোক্তারা উৎপাদন বিমুখ হচ্ছে। বিসিকে গ্যাস, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থার দোহাই দিয়ে সবচেয়ে বড় কর্মস্থল একমাত্র সোয়েটার কারখানাটিও বন্ধ হয়ে যায় সাত-আট বছর আগে। কারখানাটিতে দুই শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করতেন।

বিসিকের তাজ কোল্ড স্টোরেজে কর্মরত সোহরাব হোসেন বলেন, আমাদের হিমাগারে আসা ট্রাক, অটোরিকশা, ভ্যানসহ প্রতিনিয়ত ভারী যান চলাচল করে। কিন্তু এখানকার সড়কগুলো অত্যন্ত সরু। জ্যাম লেগে যাওয়ার অভিযোগ প্রতিনিয়ত আসে। কিন্তু সরু সড়কের জন্য বিকল্প কোনো উপায় নেই। এখানকার ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নত করা প্রয়োজন। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মদিনা বেকারিতে কর্মরত ইলিয়াস উদ্দিন বলেন, আমাদের মালিক কোটি টাকা বিনিয়োগ করেছে কারখানায়। কিন্তু গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে । শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ হোসেন বলেন, গত দুই যুগেও আমাদের বিসিক উৎপাদনমুখী ও কর্মসংস্থানের আশ্রয়স্থল হতে পারেনি। একমাত্র তাজ কোল্ড স্টোরেজ ছাড়া বড় কোনো প্রতিষ্ঠান নেই বিসিকে। এখানে গ্যাস, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারলে, আগ্রহ দেখাবে নতুন নতুন উদ্যোক্তারা। শেরপুর বিসিকের উপব্যবস্থাপক আতাউর রহমান বলেন, বাজেট স্বল্পতার কারণে এখানে সীমানা প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। আমরা এখানকার উদ্যোক্তাদের নিয়ে নিয়মিত পরামর্শ ও আলোচনা সভার ব্যবস্থা করি। সমস্যা ও সম্ভাবনা নিয়ে উদ্যোক্তাদের ভাবনাগুলো শুনানি হয়। আর গ্যাস সংকটসহ পুলিশ ক্যাম্প বসানোর ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে নির্বাচনি মাঠ

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী

মমেক হাসপাতালে স্বাস্থ্যের ডিজিকে ধমকালেন চিকিৎসক

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণ, ডা. ধনদেবকে বহিষ্কারের নির্দেশ

দেশের মানুষের মুখে ৫৪ বছরে হাসি ফুটেনি: অধ্যাপক মুজিবুর

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদারমুক্ত দিবস পালিত

মদন প্রেসক্লাবে আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ময়মনসিংহে আটদলীয় জোটের সমাবেশ কাল

ময়মনসিংহের স্কুলগুলোতে চরম অস্থিরতা, উদ্বেগে শিক্ষার্থী-অভিভাবক