হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্তে ভারতীয় নারীর লাশ দেখতে পেলেন বাংলাদেশি স্বজনরা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ'র মানবিকতায় ভারতীয় বৃদ্ধ নারীর মরদেহ দেখার সুযোগ পেল বাংলাদেশী স্বজনরা। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় বৃদ্ধ নারীর মরদেহ দেখার সুযোগ করে দেন মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া।

অধিনায়ক জানান, বৃহস্পতিবার রাতে মালদহ জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের বৃদ্ধ স্ত্রী ফনি বেগম মারা যান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসবাসকারি ফনি বেগমের ভাই শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান মরদেহ শেষবারের মত দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। তার আবেদনে সাড়া দিয়ে বিজিবি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে মরদেহ দেখার সুযোগ করে দেন।

পরে আজ শুক্রবার সকালে ২০ মিনিটের জন্য বৃদ্ধ নারীর মরদেহ আনা হয় কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্য লাইনে। সেখানে দুই দেশের মৃত নারীর স্বজনরা মরদেহ দেখার সুযোগ পান এবং অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। এসময় উপস্থিত সকলে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

গোলাম কিবরিয়া আরো জানান, বিজিবি মানবিক কাজে সব সময় সহানুভূতিশীল। বিজিবি সকল প্রকার মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

অভিযুক্ত গৃহবধূর সঙ্গে কারাগারে ২ বছরের শিশুও

নৈশ প্রহরীকে বেঁধে রেখে ৪ জুয়েলারি দোকানে ডাকাতি

ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে ঢুকছে ‘চকো প্লাস’

দেশে ফেরা অনিশ্চিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালি বিবির

চাটমোহরে মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

সয়াবিন তেল দিয়ে নকল দুধ বানাতেন মিজান

নারী ইউপি সদস্যকে গলাটিপে হত্যা, সেই যুবদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

জামিন পেলেও দেশে ফেরা হচ্ছে না অন্তঃসত্ত্বা সোনালিসহ ৬ ভারতীয়র