হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে এবং সহায়তা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে তারা নিহত রইচ উদ্দিনের পরিবারের সাথেও দেখা করে সমবেদনা জানান এবং পুরো ঘটনার দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার গভীর রাতে মহারাজপুর গুচ্ছগ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে ১১টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং রইচ উদ্দিন নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে মারা যান। আগুন লাগার পর পরই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

ফারাক্কা বাঁধে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের ৪ কোটি মানুষ: এটিএম আজহারুল

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত

সাঘাটায় নতুন ইউএনও আশরাফুল কবিরের যোগদান

গঙ্গাচড়ায় আগাম আলু চাষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকের

করতোয়া নদীতে নুড়িপাথর কুড়িয়ে জীবন-জীবিকা হাজারো নারীর

বিএসএফের উচ্চক্ষমতার সার্চলাইটে কৃষিতে সর্বনাশ

নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১১ বাড়ি ও ৭ গরু, নিহত ১

ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার

বাংলাদেশের ফসলের ক্ষেতেও ভারতীয় আগ্রাসন

যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক শিবির নেতা