হোম > সারা দেশ > রংপুর

জামায়াত প্রার্থীর ৩ হাজার মোটরসাইকেলের শোডাউন

নীলফামারী–১ আসন

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ৩ হাজার মোটরসাইকেল নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় ৩ হাজার মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রা ডোমারের ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিকালে শেষ হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত র‌্যালিটি দেখতে সড়কের দুই পাশে ব্যাপক জনসমাগম হয়।

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় এত বড় রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতের এ উপস্থিতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রার্থী আব্দুস সাত্তার। তিনি বলেন, তরুণ সমাজ এখন দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে জাগ্রত। বাংলাদেশ ৫৪ বছর পার করলেও এখনো সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আজকের মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আমরা দুর্নীতির বিরুদ্ধে জনমত আরো শক্তিশালী করতে চাই।

তিনি আরো দাবি করেন, গত ৫৪ বছরে এ আসনের প্রতিটি সংসদ সদস্য কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই জাতি এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত ব্যক্তির হাতেই নেতৃত্ব দিতে হবে।

শোডাউন ও পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, ডিমলা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মজিবুর রহমানসহ জেলা-উপজেলার নেতারা। ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন।

খুনি হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দলের নেতার

সাঘাটায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি পরালেন বিএনপির প্রার্থী

উত্তরা ইপিজেডে বন্ধ কোম্পানি চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

রেলওয়ের জায়গায় বহুতল ভবন, বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও ওষুধ না পেয়ে ক্ষুব্ধ রোগীরা

চিলমারীতে স্কুলের রাস্তা বন্ধ গাছতলায় পাঠদান

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

তরুণদের মুখোমুখি জামায়াতের প্রার্থী ব্যারিস্টার সালেহী

অন্যায়-দুর্নীতি দূর করতেই ইসলামের নির্দেশনা গ্রহণ জরুরি: আনোয়ারুল